Wellcome to National Portal
মেনু নির্বাচন করুন
Main Comtent Skiped

আমাদের অর্জন সমূহ

সড়ক বিভাগ টাঙ্গাইল মানসম্পন্ন, নিরাপদ ও টেকসই মহাসড়ক এবং সংশ্লিষ্ট অবকাঠামো বিনির্মাণ ও রক্ষণাবেক্ষণের লক্ষ্যে নিরবচ্ছিন্নভাবে কাজ করে যাচ্ছে। সড়ক বিভাগ,  টাঙ্গাইলের অধীনে 133.25 কিমি জাতীয় মহাসড়ক, 57.90 কি:মি আঞ্চলিক মহাসড়ক ও 387.40 কি:মি জেলা মহাসড়ক রয়েছে। জাতীয় মহাসড়কসহ অন্যান্য সড়ক নির্মাণ ও রক্ষণাবেক্ষনের নিমিত্তে সড়ক বিভাগ টাঙ্গাইল নিরলস ও নিরন্তরভাবে কাজ করে যাচ্ছে। বিগত অর্থ বছরে 1.80 কিঃমিঃ পুনঃনির্মিত মহাসড়ক, 28.00 কিঃমিঃ মজবুতিকরণ মহাসড়ক, 17.80 কিঃমিঃ প্রশস্থকরণ মহাসড়ক, 66.00 কিঃমিঃ সার্ফেসিংকৃত মহাসড়ক, 2.216 কি:মি: মহাসড়কের রিজিড পেভমেন্ট নির্মাণ, 27.00 মিটার সেতু ও কালভার্ট নতুন নির্মাণ, 24.00 মিটার সেতু ও কালভার্ট পুন:নির্মাণ,250 টি ইনফরমেটরি ও রেগুলেটরি সাইন-সিগন্যাল ও কি:মি: পোষ্ট স্থাপন, 45.62 কি:মি: মহাসড়কের রোড মার্কিং কাজ, 5 কি:মি: মহাসড়কের আন্তঁবাকে দৃষ্টি প্রতিবন্ধক স্থাপনা/বৃক্ষ অপসারণ কাজ করা হয়েছে।