Wellcome to National Portal
মেনু নির্বাচন করুন
Main Comtent Skiped

ভবিষ্যত পরিকল্পনা

জনসাধারণের নির্বিঘ্ন চলাচল নিশ্চিত করার লক্ষ্যে আগামী পাঁচ বছরের মধ্যে সড়ক বিভাগ, টাঙ্গাইল এর আওতাধীন সকল শ্রেণীর মহাসড়ক ৯০শতাংশ গুড টু ফেয়ার (Good to Fair Condition) অবস্থায় উন্নীতকরণ। বর্তমানে চলমান ভূঞাপুর-তারাকান্দি জেলা মহাসড়ক অংশকে যথাযথমান ও প্রশস্থতায় উন্নীত করণ  আওতায় ১৭.০০ কিলোমিটার,  আরিচা (বরঙ্গাইল)-ঘিওর-দৌলতপুর-নাগরপুর-টাঙ্গাইল আঞ্চলিক মহাসড়ক (আর-৫০৬) যথাযথ মান ও প্রশস্ততায় উন্নীতকরণ প্রকল্পের আওতায় ৪০.০০ কিঃমিঃ, টাঙ্গাইল-দেলদুয়ার – লাইহাটি- সাটুরিয়া- কাওয়ালীপাড়া-কালামপুর বাস স্ট্যান্ড সড়ক আঞ্চলিক মহাসড়ক যথাযথমান ও প্রশস্থতায় উন্নীতকরণ প্রকল্পের আওতায় ২৪.৬৫ কিঃমিঃ, এবং মধুপুর-ময়মনসিংহ জাতীয় মহাসড়ক (এন-401) যথাযথমান ও প্রশস্থতায় উন্নীত করণ প্রকল্পের আওতায়  ১৪.৯৭০কিঃমিঃ  সড়ক উন্নয়ন করা হবে এবং ভূঞাপুর লিংক সড়ক (জেড-4802) নির্মাণ প্রকল্পের আওতায় ১.৮০ কিঃমিঃ নতুন সড়ক নির্মাণ করা হবে। জাতীয় ও আঞ্চলিক মহাসড়কের বিভিন্ন ইন্টারসেকশন, বাজার ও লেভেলক্রসিংসহ গুরুত্বপূর্ণ অংশসমূহে রিজিড পেভমেন্ট ও প্রয়োজনীয় ড্রেনেজ ব্যবস্থা স্থাপনের পরিকল্পনাও রয়েছে। বেইলী সেতু গুলির স্থলে পর্যায়ক্রমে আরসিসি/পিসি গার্ডার সেতু নির্মাণ করা হবে।